নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন
-শুক্রবার-১২ জুন ২০২০: করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর (৩৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ওই গৃহবধূর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজলায়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন,জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। এর আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। পরে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১২ জুন সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন।