আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন
-শনিবার-২০ জুন ২০২০: নরসিংদীর বেলাবতে করোনার উপসর্গ নিয়ে মজলুল হক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক মৃত্যবরণ করেছেন। তিনি উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর পশ্চিমপাঁড়া গ্রামের মৃত সামত আলীর ছেলে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। শনিবার (২০ জুন) সকাল ১১টায় করোনা উপসর্গ নিয়ে তিনি নিজ বাড়িতে মারা যান।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে তার ঠান্ডা কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পরীক্ষার জন্য গত ১৭ জুন তিনি নমুনা দিয়েছেন,যার ফলাফল এখনো আসেনি।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে,এ পর্যন্ত বেলাবতে ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৬৫ জনের নমুনার রেজাল্ট পজেটিভ এসেছে। বর্তমানে ৬৫ জনের মধ্যে প্রায় ৪০ জন সুস্থ হয়েছেন এবং আক্রান্ত রয়েছেন ২৫ জন। মৃত্যু হয়েছে মোট ৩ জনের।