নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,২২ জুন ২০২০: নরসিংদীতে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং অব্যাহত রয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সদর উপজেলার মাধবদীতে পৌর শহরের ৪ ও ৫ নং ওয়ার্ডের দুটি এলাকা মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোমবার (২২ জুন) নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি’র সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে ঝুঁকিপূর্ণ ওই দুুটি এলাকায় মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী।
এছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মনিটরিং ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।