নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
সোমবার ২২ জুন ২০২০:
নরসিংদীর রায়পুরায় রবি উল্লাহ(৪০) নামে একাধিক মাদক মামলার আসামীকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) বিকালে রায়পুরার রাধাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল্লাহ উপজেলার শেরপুর (রাধাগঞ্জ) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রায়পুরার রাধাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রবি উল্লাহকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে ০২ কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।