ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ৫ জুলাই ২০২০:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে শাহ আলম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম জেলা শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি সুলতানপুরের একটি মুরগীর খামারে কাজ করতেন বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।