মোমেন খান | নরসিংদী প্রতিদিন -সোমবার-১৩ জুলাই ২০২০:
নরসিংদীর শিবপুরে হাড়িধোয়া নদীর পানিতে ডুবে মারা গেছে মোরশেদ (২২) নামের এক যুবক। সে উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর দড়িপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। সোমবার (১৩ জুলাই) সকালে স্থানীয় চান্দের বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া হাঁড়িধোয়া নদীর পানিতে ডুবে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টায় গোসল করতে প্রতিদিনের মতো চান্দের বাজারের পাশে ব্রীজের নিকট পানিতে নামে মোরশেদ। একপর্যায়ে পানিতে লাফ দিয়ে নিখুঁজ হয়। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা খোজাখুজি করে প্রায় চার ঘন্টা পর ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার করে করে।
এ ঘটনায় সৈয়দনগর দড়িপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মোরশেদ আদুরী গার্মেন্টসে চাকুরী করতো।