1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে আনন্দ উল্লাস ছেড়ে পরপারে মামুন- হত্যার অভিযোগ এনে থানায় মামলা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৬৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,১৪ জুলাই ২০২০:
বীর মুক্তিযোদ্ধা জানে আলম এর ছেলে মামুন মিয়া (৪২) পেশায় মিল কারখানার জুট ব্যবসায়ী ও নরসিংদী মাধবদী পৌরসভার ৭নং ওয়ার্ড মনোহরপুর খাল পাড়ের বাসিন্দা। তিনি সুখের সংসার ও আনন্দ উল্লাস ছেড়ে চলে গেছেন পরপারে। তবে পরিবারের অভিযোগ প্রতিপক্ষের মারধরের কারণে মৃত্যু হয় তার। এ বিষয়ে রবিবার (১৩ জুলাই) মামুনের ছোট ভাই মাসুম মিয়া (৩২) ভাইয়ের হত্যার বিচার চেয়ে ১১জনের নাম উল্লেখ্য করে আরও ৪/৫ জন অজ্ঞাত আসামী করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কথা হয় নিহত মামুনের পরিবারের লোকজনদের সঙ্গে তারা জানান,গত শনিবার (১২ জুলাই) বেলা এগারোটার দিকে মামুন নিজ এলাকায় খালপার ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে দাড়িঁয়ে ছিলেন। নুরালাপুর ইউনিয়নের আলগী খালপাড় গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক এর ছেলে অপু (৩৪) তার দলবল নিয়ে এসে মামুন ও তার বাবা জানে আলমকে মারধর করে। মারধরের শিকার হয়ে মামুন অজ্ঞান হয়ে মাঠিতে পড়ে যায়,পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ খবর পেয়ে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। মামুনের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। মামুন ও অপুর জুট ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিলো। এর পূর্বেও তাদের মধ্য ঝগড়া সৃষ্টি হয়েছিল। মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন পরিবারের লোকজন।
এবিষয়ে অপুর বাবা সিদ্দিক এর সাথে কথা বলতে চাইলে তিনি শারীরিক ভাবে অসুস্থ আছেন কিছু বলতে পারবেন না বলে মন্তব্য করেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান,মামুনের মুত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্তাধীন ও আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD