নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,১৬ জুলাই ২০২০;
নরসিংদীর মাধবদী থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকালে এসআই নূরে আলম হোসাইন,এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাধবদী ভূইয়ম তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ রানা (৩৫) পিতা-আল আমিন, মোঃ আফজাল (২৫) পিতা-নেহার উদ্দিন, মোঃ কাউসার দেওয়ান (৩৫) পিতা- শফি উদ্দিন দেওয়ান তারা সবাই মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন ভূইয়ম বেলাব এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৯,০০০/=টাকা।
গ্রেফতারকৃত আসামী কাউসারের বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টা মাদক মামলা আছে বলে নরসিংদী প্রতিদিনকে জানান জেলা পুলিশ নরসিংদীর মিডিয়া সমন্বয়কারী ও জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম।
তাদের বিরুদ্ধে মাধবদী থানায় দুটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।