একদিন তোমাকে আবিষ্কার করবো।
সহস্র কোটি মানুষের মধ্য থেকে-
তুলে আনবো তোমায়।
ভীড় ঠেলা জনতার কোলাহলে,
ভেসে আসবে তোমার নাম।
তোমাকে বিশ্ব দেখাবো!
যেই স্বপ্ন বিভোর ঘুম কাটিয়ে তুলেছে,
বার বার ভেঙ্গে আবার গড়েছে।
সেই স্বপ্নে সাজিয়ে দিবো বাস্তবতা।
তোমার উদ্ভোধন করবে বসুন্ধরা।
পৃথিবী অবাক হয়ে দেখবে তোমায়,
আমি নাহয় রইলাম এখানেই দাঁড়ায়।
একদিন আমিও চিনে নিবো তোমায়,
তোমার সাথে কোন সৈকতের ছাউনিতে-
কফির কাপের স্নিগ্ধতায় প্রস্তাব করবো,
“চলো মৃত্যু জয় করি সমুদ্র উত্তালে”।
ভয় করোনা সে দিন মৃত্যু তোমায় ছুঁবেনা,
নিঃশ্বাসে বাঁচে কজন এই জগৎ জামানা?
মানব হৃদয়ে বাঁচলে বাঁচে হাজার শতাব্দী,
হৃদয়ে বাঁচো, সেথা কবর খোঁড়ো নাহি।