মোঃ আব্দুল কাদির | রায়পুরা প্রতিনিধি
-বুধবার-২৯ জুলাই ২০২০: নরসিংদীর রায়পুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেয়াদর্ত্তীণ ঔষধ রাখার দায়ে পাঁচটি ফার্মেসি ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদনের দায়ে দুটি অয়েল মিলকে মোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারি পরিচালক মাহমুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। তখন তার সঙ্গে ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা ও রায়পুরা থানার পুলিশ সদস্যরা। এসময় মেয়াদর্ত্তীণ ঔষধ,মানুষ ও ভেটেরিনারী ঔষধ একই স্থানে রাখার দায়ে রায়পুরা বাজারের মা ফার্মেসিকে ২ হাজার টাকা,রায়পুরা ফার্মেসিকে ১ হাজার টাকা,খোকা মেডিকেল হলকে ৪ হাজার টাকা,বাংলাদেশ ফার্মেসি ও কহিনুর ফার্মেসিকে ৫ শ টাকা করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদনের দায়ে দুটি অয়েল মিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারি পরিচালক মাহমুদুর রহমান বলেন, মূলত মেয়াদর্ত্তীণ ঔষধ, মানুষ ও ভেটেরিনারী ঔষধ একই স্থানে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদনের কারণে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন,এরকম অভিযান অব্যাহত থাকবে।