নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২০:
পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র কেন্দ্র করে নরসিংদীর বড় বাজার আইন শৃংখলা পরিস্থিতি, জনমানুষের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মনিটরিং করেছে নরসিংদী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নরসিংদী শহরের বড় বাজার বিভিন্ন গলি ঘুরে ক্রেতাদের নিরাপত্তা, অর্থ লেনদেন, মাস্ক ব্যবহারের বিষয় নিয়ে মনিটরিং করা হয়। মনিটরিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) শাহেদ আহমদসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।