মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন
-সোমবার-০৩ আগষ্ট ২০২০: নরসিংদী জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকদের সবচেয়ে বড় প্লাটফর্ম “আমরা নরসিংদীর সেচ্ছাসেবী” প্লাটফর্মের উদ্যোগে ১০টির বেশি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পথশিশু ও অসহায়দের এক বেলার আহার বিতরণ করা হয়েছে। সোমবার (০৩ আগষ্ট) ঈদুল আযহার ৩য় দিন দুপুরে নরসিংদীর সদরের আরশীনগর পার্ক,নরসিংদী রেলওয়ে স্টেশন,জেলখানা মোড়,নতুন বাসস্ট্যান্ড সহ নরসিংদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৩৫০ জন পথশিশু ও অসহায়দের এক বেলার আহার বিতরণ করা হয়। এসময় নরসিংদীর অন্যতম সংগীত ব্যান্ড চাতক এর সমন্বয়ক ও হেল্প ফর হিউমিনিটি সংগঠনের সভাপতি শাহরিয়ার শামস কেনেডি,আলোকিত নরসিংদী সংগঠনের স্বপ্নদ্রষ্টা আব্দুলাহ আল মামুন রাসেল,যাত্রাপথ সংগঠনের প্রতিষ্ঠাতা ইফাত হক,স্মাইল সংগঠনের চিফ কো-অর্ডিনেটর ইমন ফারাবী,প্রয়াস সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম,পলাশ থানা ব্লাড ডোনার ক্লাবের এডমিন আশিকুল ইসলাম,অনির্বান সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান,হেল্প ফর হিউম্যানেটি এর প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম,বন্ধন ব্লাড ডোনার ক্লাবের কার্যকরী সদস্য মোঃ তাহসান ইসলাম নাহিদ,পূর্বাশা সবুজ সংঘের সভাপতি সাইফুল ইসলাম সহ নরসিংদীর বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।