নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ০৩ আগস্ট ২০২০: নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে ৩০ ক্যান বিয়ারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত বিয়ারের মূল্য ২৪ হাজার টাকা। রবিবার (০২ আগস্ট) রাতে পলাশ উপজেলার গড়পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার গড়পাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৭) ও ভাগ্যেরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে মামুন মিয়া (৩২)। সোমবার (০৩ আগস্ট) সকালে গোয়েন্দা পুলিশের মিডিয়ার সমন্বয় ও পরিদর্শক রূপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহমেদ ও সহকারী উপপরিদর্শক রাহুল মজুমদারসহ গোয়েন্দা পুলিশের একটি টিম পলাশের গড়পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার মেসার্স শেখ মো. হারুনুর রশিদের সিমেন্টের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ৩০ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।