ব্রাহ্মণবাড়িয়া | নরসিংদী প্রতিদিন–
সোমবার-১০ আগস্ট ২০২০:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা ভলাকুটের খাগালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন (৭০) ও কফিল উদ্দিনের ছেলে ইকবালের ছেলে বায়েজিদ (১১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের ছেলের সন্তান বায়েজিদ রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সোমবার (১০ আগস্ট) সকালে স্থানীয় বাজারে কফিল উদ্দিন নিজের দোকানে গিয়ে দেখেন নাতি বায়েজিদ টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছেন। নাতিকে এই অবস্থায় দেখে দাদা কফিল উদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। দু,জনের মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার থেকে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।