নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,১২ আগস্ট ২০২০:
দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম’ এগারজন’কমিটির মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আহমাদুর রহমান সোহাগ এর জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাধবদী খিলগাঁও কমলাপুর নামকস্থানে খোলা আকাশের নিচে কেক কেটে ও ফানুস উড়িয়ে জন্মদিন পালন করা হয়।
আহমাদুর রহমান সোহাগ বলেন, শোকের মাস আগস্ট, এ উপলক্ষে আনন্দ উল্লাসের নিষেধাজ্ঞা রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বল্প পরিসরে কোন আনন্দ উল্লাস ছাড়া বন্ধুরা জন্ম দিনের আয়োজন করেন। মাধবদীর অদূরে একটি মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সবাই একত্রিত হতে পেড়ে আমরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এগারজন সমন্বয়ক ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, নরসিংদী জেলা এগারজন শাখার সাধারণ সম্পাদক নাহিদ প্রধান,মাধবদী কলেজ শাখা এগারজন কমিটির,সহ-সভাপতি কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদ্দাম, কার্যনির্বাহী সদস্য,মামুন আহমেদ,জনি প্রধান,মোহন আকরাম,শরীফ আহমেদ,ফাহাদ বাদশা,রাফিউদ্দিন সুজন,মেহেদী হাসান প্রান্ত,কাউছারইলতুমিস, মোহাম্মদ আমির, রহমতুল্লাহ মিয়া, ইয়ানুর রহমান, ইলিয়াছ,মাসুম,ইমন প্রমূখ।