নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১৪ আগস্ট ২০২০: নরসিংদীর শিবপুরে আইয়ুবপুর ইউনিয়নে হিজলিয়া গ্রাম থেকে চুরি হওয়া গরুর জবাই করা মাথা সহ দুই চোরকে পাকড়াও করেছে স্থানীয় লোকজন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে নরসিংদী প্রতিদিনকে
স্থানীয় লোকজন জানান,গত রাতে ঘোড়াঘাট এলাকার কৃষক নাছির উদ্দিনের একটি গরু চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পার্শ্ববর্তী গ্রাম গুলোতে মাইকিং করা হয়। পরে হিজলিয়া গ্রামে আওয়াল এর বাড়ীতে বুলভর্তি গরুর গোশত দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে আওয়ালের বাড়ী তল্লাশী করে ঘরের ভিতর খাটের নিচে ওই চুরি হওয়া গরুর মাথা দেখতে পায়। পরে নিশ্চিত হয় গরুটি আওয়ালের দুই ছেলে মুকল(৩৫) ও সোহাগ(২৫) রাতের কোন এক সময় চুরি করে এনে জবাই করেছে।
পরে স্থানীয় লোকজন তাদের পাকড়াও করে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। এ খবর শুনে আজ ভোর থেকে আওয়ালের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমান। এ ইউনিয়ন থেকে ৮-১০টি গরু চুরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।