মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন
-শনিবার-১৫ই আগস্ট ২০২০: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা ও নারী উন্নয়ন মূলক সংগঠন উইমেনস পাওয়ার এর আয়োজনে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সার্বিক সহযোগিতায় আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই আগস্ট) দুপুরে সদর উপজেলার মাধবদী স্কুল মার্কেটের বধুসাজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা টেক্সটাইল ডাইং প্রিন্টিং এসোসিয়েশন এর সেক্রেটারি আব্দুল মোমেন মোল্লা,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মোঃ জাকির হোসেন,মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান ভূইয়া,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক শেখ মোঃ সেলিম আহমেদ,মাধবদী থানার ইন্সপেক্টর (তদন্ত) তানভীর আহমেদ,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ মমিন মিয়া,মোঃ নাজমুল হক ভূঞা, মোতালিব হোসেন,মোঃ আনিসুর রহমান ভূঞা,মোঃ নুরে আলম সিদ্দিকী,মোঃ সাইফুল ইসলাম জাহিদ,মোঃ হাসিব আহম্মেদ মোল্লা,উইমেনস পাওয়ার এর পরিচালক নূর হুমায়রা আহমেদ পিংকি প্রমুখ।