রাসেল খান | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ১৬ আগস্ট ২০২০:
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ শাহাদতবরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা দোয়া এবং গণভোজের আয়োজন করেন তুরাগ থানা কৃষকলীগ।
খাবার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয় তুরাগের বাউনিয়া কৃষকলীগের কার্যালয়ে।
তুরাগ থানা কৃষকলীগের লীগের প্রতিষ্টাতা সভাপতি সাজেদুল ইসলাম এর উদ্যোগে দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তুরাগ থানা কৃষকলীগের সকল সদস্যবৃন্দ।
কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ শাহাদতবরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় শোকাবহ আগস্টের এই দিনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।