লক্ষন বর্মন | নরসিংদী প্রতিদিন-
শনিবার ১৫ আগস্ট ২০২০:
নরসিংদীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়া, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সপ্তাহব্যাপী আয়োজিত শিশু-কিশোরদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে দিন ব্যাপী রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।