মোঃ আব্দুল কাদির | রায়পুরা প্রতিনিধি
-রবিবার-১৬ আগস্ট ২০২০: নরসিংদীর রায়পুরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো,জাতীয় পতাকা উত্তোলন,জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ,দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাসুদুর রহমান মাছু, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এ কে এম মহিউদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মহসিন খোন্দকার, জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, হাসান জামিল বাদল, জয়নাল আবেদিন, আ’লীগ নেতা হারুনুর রশীদ, দানিশ আলী, শাহ আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামাল মোল্লা,স্বেচ্ছাসেবকলীগ নেতা জজ মাহমুদ,কাজী এমদাদ প্রমুখ।