নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নরসিংদী পৌর শহরের বিলাসদিতে পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) নরসিংদী পৌর শহরের ১ নং ওয়ার্ডের বিলাসদী আল্লাহু চত্বর এলাকায় নরসিংদী জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বীর মুক্তিযাদ্ধার উদ্যোগে এ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া,নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল। নরসিংদী শহর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার।
১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম প্রধান এর সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন, মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ,নরসিংদী শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামান, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমী সরকার ফাতেমা ও সাধারন সম্পাদক ইয়াছমিন সুলতানা এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লতা।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু,নরসিংদী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বীর আহমেদ সাধারণ সম্পাদক অতুর, ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সহ-সভাপতি ওমর ফারুক রাজিব, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক শেখ শামীম, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা জিকু সাহা, নরসিংদী জেলা যুবলীগের সহ-সম্পাদক মিজান রাসেল, জেলা যুবলীগের সদস্য, কাজী মেহেদী হাসান, ইজাজ রিফাত সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।