মোঃ আব্দুল কাদির | রায়পুরা প্রতিনিধি
-সোমবার-১৭ আগস্ট ২০২০: নরসিংদীর রায়পুরায় নদী ভাঙনে সর্বস্বহারা পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত (জেলা প্রশাসনের জিআর ফান্ডের) চাল এবং উপজেলা পরিষদ কর্তৃক নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলার শ্রীনগর ও চাঁনপুরের ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় চাঁপুরের কালিকাপুর ও ইমামদিরকান্দির ৬৩টি এবং শ্রীনগরের পলাশতলীর ৩৪টি নদী ভাঙনে শিকার প্রত্যেক পরিবারের হাতে ১০ কেজি চাল ও নগদ তিন হাজার টাকা তুলে দেওয়া হয়।
চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন,চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার,শ্রীনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আযান, রিয়াজ মোর্শেদ খান রাসেল,মো. ফিরোজ মিয়া প্রমুখ।