সফুরউদ্দিন প্রভাত | নরসিংদী প্রতিদিন–মঙ্গলবার,১৮ আগস্ট ২০২০: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেে। এতে প্রধান ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
সংগঠনের সভাপতি মাহাদী হাসান রিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিবের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, মেয়র আলহাজ সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমান লাফিজ, জসিমউদ্দিন, সরকারি সফর আলী কলেজের ভিপি নাহিদুর রহমান রাজু, সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা, শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।