1. nahidprodhan143@gmail.com : নরসিংদী প্রতিদিন : নরসিংদী প্রতিদিন
  2. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  3. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  4. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  5. msprovat@gmail.com : ms provat : ms provat
  6. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  7. subeditor@narsingdipratidin.com : Narsingdi Pratidin : Narsingdi Pratidin
সোমবার, ২১ জুন ২০২১, ০৬:০২ পূর্বাহ্নকবিতা : “বন্ধু, তুমি এসো”

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৯ আগস্ট, ২০২০

কবি- ফকির মো: মকবুল হুসাইন
—————————————————

বন্ধু, তুমি এসো!
মোর শ্যামল মাটির বুকে।
তুমি একটু বসে যেয়ো,
আমার মায়ের ভালোবাসার-
আঁচল পেতে দেবো।

বাবার আঁকা ছবি-
বোনের নূপুর খেলনা,
ভাইয়ের সাজানো ডিঙ্গি-
প্রিয়ার সখের দোলনা,
সবি তোমাকে দেবো;

যদি তুমি চাও-
বাগানের লাল-গোলাপটাও-
তোমাকে এনে দেবো।
বন্ধু, তুমি এসো! এসো-
মোর সবুজ বনানীর দেশে!

খাঁচার পোষা ময়না-
সাধের নাটাই-ঘুড়ি,
আমলকী আর পেয়ারা-
মায়ের হাতের মুড়ি,
সবি তোমাকে দেবো;

যদি তুমি নাও-
সুকেসের লাল-জামাটাও-
তোমাকে পরিয়ে দেবো।
বন্ধু, তুমি এসো! এসো-
মোর রূপালী নদীর দেশে।

এই পাতার আরও সংবাদ:-

টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-
Theme Customized BY WooHostBD