নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন
-মঙ্গলবার-২৫ আগস্ট ২০২০: বঙ্গবন্ধু ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে,অসহায় গৃহহীন,ফুটপাত স্টেশনে রাত্রি যাপন করা মানুষের মাঝে,সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব,নরসিংদী প্রধান উপদেষ্টা মানবিক মেয়র কামরুজ্জামান এর পরামর্শে মশারি বিতরণ কর্মসূচী পালন করা হবে। ফাউন্ডেশন আয়োজনে সেভ লাইফ ব্লাড ডোনার সন্মানীত এডমিন ও রঞ্জিত কুমার সাহা ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক সনেট কুমার সাহা (আকাশ) সার্বিক সহযোগিতায় আগামী ২৭ ও ২৮ শে আগস্ট বৃহস্পতি ও শুক্রবার এ কর্মসূচী পালন করা হবে।
ইতিমধ্যে একটি টিম মনিটর করছে কোথায় কোথায় এমন মানুষদের অবস্থান,এই বিষয়ে ক্লাবের অন্যতম এডমিন সভাপতি মিঠুন সাহার জানান,বর্ষার আগমনে মশার উপদ্রব বেড়ে যায় তাছাড়া চিরচেনা রোগ ডেঙ্গু,এডিস মশার উপদ্রব বেড়ে যায়, তাই আমরা শহরে এমন অনেক মানুষ আছে স্টেশনে ফুটপাতে রাত্রিযাপন করে,মূলত যারা গৃহহীন,অসহায় মানুষ,বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এই মশারি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। সে ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,রঞ্জিত কুমার সাহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের গ্রুপের সম্মানিত এডমিন সনেট কুমার সাহা (আকাশ) আপনারা সকলে দোয়া/ আশীর্বাদ করবেন যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি তা যেন সফল হতে পারি, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে পারি,সকলের উদ্দেশ্যে আরো একটি আহ্বান জানান। আরো জানান করোনার বিষয়ে সচেতন থাকার পাশাপাশি যেন ডেঙ্গুর বিষয়েও আমরা সচেতন থাকি “জমা পানির ক্ষমা নাই”।