নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন
-বৃহস্পতিবার-২৭ আগস্ট ২০২০: “রক্ত নিন আর সেচ্ছায় রক্ত দিন, জীবন থাকুক চিন্তাহীন” এই স্লোগানকে সামনে রেখে মানব কল্যান সেবামূলক প্রতিষ্ঠান ও ইসলামিক পাঠাগার এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরন কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টা থেকে দিনব্যাপী মাধবদীর আমদিয়া ইউনিয়নের চাঁনগাও প্রাইমারী স্কুলের পাশে এ ক্যাম্পিন অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সিফাত হাসান,চাঁনগাও এর বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরমান মিয়া,গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হাই মাষ্টার সহ মানব কল্যান সেবামূলক প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন প্রধান বাড়ি মানবসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও নরসিংদী প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদক মোঃ নাহিদ প্রধান,হেল্প ফর হিউম্যানেটি অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম,নেক্সাস ইয়ুথ সোশ্যাল এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলাম,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী সরকারি কলেজ শাখার সাবেক দলনেতা মোঃ আরিফ মিয়া,সাবেক সদস্য ওমর ফারুক ভূইয়া প্রমুখ। দিনব্যাপী এ ক্যাম্পিনে প্রায় ৪ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।