1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২২৩ পাঠক

মোমেন খান ও আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন
-বৃহস্পতিবার-২৭ আগস্ট ২০২০:
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা। বৃহস্পতিবার (২৭ আগস্ট)সকালে পৌরসভা এলাকার তাতার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৩০) একই এলাকার হিরণ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও ৬জন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। আহতদের মাঝে দেলোয়ারের পিতা হিরণ মিয়া (৫০),একই এলাকার জলীল মিয়ার ছেলে শাকিল(২২)কে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক। এছাড়া আতাউর রহমান (৬০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২) আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী জানান, রায়পুরার তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে আজ বৃহস্পতিবার সকালে ওই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় চিকিৎসকরা হিরন ও শাকিল নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টারের দলের মাইনউদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ রাউন্ড গুলিসহ একটি দেশীয় অস্ত্র জব্দ করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির আরটিভি নিউজকে জানান, আত্মীয় স্বজনদের মধ্যে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD