নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
শনিবার ২৯ আগস্ট ২০২০:
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১হাজার ১শত পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার (২৮ আগষ্ট) জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ ও এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানার আনোয়ারাবাদ এলাকায় ও আদিয়াবাদ পিপিনগর এলাকায় পৃথক পৃথক অভিযানে চিহ্নিত ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তাদের দখল হতে ৩লক্ষ ৭০হাজার টাকা মূল্যমানের ১হাজার ১শত পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়ার সমন্বক ও পরিদর্শক রূপণ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সন্ধ্যায় রায়পুরার আনোয়ারাবাদ এলাকায় এসআই মোস্তাক আহম্মেদ এর টিম অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪২)কে গ্রেফতার করেন। সে রায়পুরার আনোয়ারাবাদ এলাকার মৃত-বারিক মিয়ার ছেলে।
এদিকে রায়পুরার আদিয়াবাদ পিপিনগর এলাকায় এসআই তাপস কান্তি রায় এর টিম অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
তারা হলেন, আদিয়াবাদ এর পিপিনগর এলাকার মৃত-আমির মিয়ার ছেলে বদরুজ্জামান(৪০), নাজিম উদ্দিন এর ছেলে মোঃ সাদিক মিয়া(২৫) ও কাশিমনগর এলাকার মৃত-সওদাগর মিয়ার ছেলে আবু সাঈদ মিয়া(৩৫)।
গ্রেফতারকৃত আসামী জাকিরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪ টা মাদক মামলা আছে এবং অন্যান্য আসামীদের বিরুদ্ধে একাধিক করে মাদক মামলা আছে। এ সংক্রান্তে রায়পুরা থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
Attachments area