নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
সোমবার ৩১ আগস্ট ২০২০:
‘সাঁতার শিখি সুস্থ্য থাকি, বিপদ থেকে মুক্ত থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরীর লক্ষ্যে ৭দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ৩১ (আগস্ট) দুপুরে সদর উপজেলার হাজীপুরে অনির্বান নামক একটি সমাজ সেবামূলক যুব সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন, নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া।
অনির্বান সংগঠনের সভাপতি মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম, নবধারা শিক্ষা পরিবারের পরিচালক মোতাহার হোসেন অনিক, নরসিংদী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার ছগির আহমেদ ও নাসিব নরসিংদী’র প্রেসিডেন্ট কামরুননেছা।
উদ্বোধনের পর এই কর্মসূচির আওতায় পার্শ্ববর্তী মেঘনা নদীতে ৭জন সাঁতার প্রশিক্ষক প্রথমদিনে ১৫জনকে সাঁতার প্রশিক্ষণ দেন।