রকমারি ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,৩১ আগস্ট ২০২০:
স্মার্টফোনের প্রতি এতোটাই আসক্তি যে, তা পেতে নিজের তিন মাস বয়সী মেয়েকে বিক্রি করে দিলেন এক বাবা। ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, তিন মাস আগে কর্ণাটকের এক কৃষকের পরিবারে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানকে এক লাখ রুপিতে অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দেন সেই কৃষক। এরপর বিক্রির অর্থ থেকে ১৫ হাজার রুপি দিয়ে একটি স্মার্টফোন আর ৫০ হাজার রুপি দিয়ে একটি মোটরসাইকেল কেনেন সেই কৃষক।
এদিকে, হতদরিদ্র পরিবারে মোটরসাইকেল ও হাতে দামী মোবাইল দেখে হতভম্ব হয় প্রতিবেশীরা। এরপর তিন মাস বয়সী শিশুকে সেই দম্পতির ঘরে না দেখে সন্দেহ হয় তাদের। প্রতিবেশীরা পুলিশে অভিযোগ দিলে বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় পাষণ্ড বাবা।
তবে ইতোমধ্যে শিশুটিকে উদ্ধারের পর তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। পাষণ্ড বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।