নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোর পথযাত্রী পাঠাগারের উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পাঠাগার কার্যালয়ে এ মত বিনিময় প্রধান অতিথি ছিলেনথানার অভিসার্স ইনচার্জ পরিদর্শক নজরুল ইসলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধবদী শাখার সিনিয়র অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে এতে আরও অংশ গ্রহন করে প্রধান আলোচক উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উজ্জামান খাঁন, সাহিত্যিক ও সাংবাদিক মহিতুল ইসলাম হিরু, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত, যুবলীগ নেতা, শরীফুল ইসলাম, নুরে আলম ভূইয়া, আতাদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়াহেদ মিয়া, অরণ্য সৌরভ, আশরাফুল, মিজানুর রহমান, আলমগীর সামী, নাঈম ঢালী, আজিজুল ইসলাম প্রমুখ। বক্তরা এসময় সামাজিক অবক্ষয় রোধে সচেতনার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরত্ব আরোপ করেন।