ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক তৃতীয়বর্ষের (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়েছে।
ইবির জনসংযোগ অফিস সূত্রে জানা গেছে, এ বছর ফাযিল ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় প্রায় ২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২ হাজার ৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাযিল ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভার.) মো. আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, রেজিস্ট্রার (ভার.) এসএম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা প্রমুখ।