সফুরউদ্দিন প্রভাত| নরসিংদী প্রতিদিন
-০৮ সেপ্টেম্বর ২০২০: উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, দেশের স্বার্থে দেশিয় প্রজাতির মাছকে রক্ষা করতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের অন্যতম লক্ষ্য।
মঙ্গলবার সকালে ‘নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০’ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকালে সাংসদ এসব কথাবলেন।
সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, মহামারি কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলার পাশাপাশি আমাদের অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ স্ব স্ব ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে। আমাদের সকল জলাশয়, পুকুর এবং খালবিলে মাছ চাষ করে নিজেরা যেমন স্বাবলম্বী হবো তেমনি দেশের সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে মোট ১২টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ৩০৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।