রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপার এলাকায় বাসা ভাড়া নেয়ার জন্য এসে বাড়ির মালিককে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত বাড়ির মালিক মমিনুর রহমানকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বাসা ভাড়া নেয়ার এক পর্যায়ে ভাড়াটিয়া ও দুর্বৃত্তদের কথা-কাটাকাটি শুরু হলে তারা বাড়িওয়ালাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
ওসি আরও জানান, গুলির ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মমিনুর বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহত মমিন আলীর ডান পায়ের রানে একটি গুলি লাগে। রাতেই ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর স্বজনেরা তাকে বাসায় নিয়ে যান।