মাধবদীতে মানব কল্যান সেবামূলক প্রতিষ্ঠান ও ইসলামী পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী সদর উপজেলার মাধবদীর আমদিয়া ইউনিয়নের চাঁদগাও প্রাইমারী স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সিফাত হাসান।
মাধবদী থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ও সূখায়ু’র চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ,সূখায়ু’র সাধারণ সম্পাদক হাজী আহসান হাবীব রোমান,বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন,চাঁনগাও এর বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরমান মিয়া,গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হাই মাষ্টার প্রমুখ। এছাড়া মানব কল্যান সেবামূলক প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
? মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন