1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে বমসা’র প্রকল্প উদ্বোধন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন :
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮১ পাঠক

নরসিংদীর শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রমের প্রকল্প উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  বাংলাদেশের নারী শ্রমিকরা নিজের ভাগ্য বদলাতে চাকরি করতে বিদেশ যান। দেশের জন্য বয়ে আনেন বৈদেশিক মুদ্রা। আর অনেকে দালালের খপ্পরে পড়ে বিদেশে পাড়ি দিয়ে হয়েছেন নিঃস্ব। অনেকে যৌন, শারীরিক, মানসিক নির্যাতনের শিকারও হয়েছেন। অভিবাসী নারী শ্রমিকদের কর্মস্থলে এভাবেই নানারকম চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হয়। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগীতায় বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) বাস্তবায়ন করে যাচ্ছে। অনুষ্ঠানে ২৫ বছরের কম বয়সী নারীদের বিদেশ না যাওয়া, প্রত্যেক কর্মীদের দুটি করে একাউন্ট করা, মহিলা শ্রমীকরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন প্রকার টাকা লেনদেন না করা, প্রয়োজনীয় কাগজ পত্রের তিনসেট ফটোকপি করে সংরক্ষণে রাখা এবং একসেট সঙ্গে করে নিয়ে যাওয়া, দূতাবাসের ফোন নম্বর সংরক্ষণে রাখাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, বমসার চেয়ারম্যান লিলি জাহান, প্রোগ্রাম সমন্বয়কারী এ্যাড.আয়েশা আলী, নরসিংদীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, ফিল্ড ফ্যাসিলেটর রুবি বেগম, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম খোরশেদ আলম ও সাংবাদিক শেখ মানিক প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD