গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, রাত আড়াইটার দিকে কোনাবাড়ী থানার রিপুজীপাড়া এলাকায় পলিকন লিমিটেড নামক একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কারখানার বেজমেন্টে প্লাস্টিকের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ চারটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানায় প্লাস্টিকের উৎপাদিত মালামাল ও গোডাউনে মজুদ থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভব হয়নি।