বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে গতকাল (১৬ অক্টোবর) শুক্রবার সকালে নরসিংদী সদর হাসপাতালের কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স বেলাব উপজেলার হাড়িসংগান গ্রামের তাহমিনা সুলতানা শিমু এবং বারৈচা গ্রামের আকলিমা বেগম এর হত্যাকারীদের দ্রুত বিচার আইনে বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক বারৈচা বাসষ্ট্যান্ডে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে জোড় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি।
উপস্থিতিদের মধ্যে হত্যাকারীদের প্রতি তীব্র নিন্দ্রা জানিয়ে আরোও বক্তব্য রাখেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃমতিউর রহমান মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক শামসুল হুদা বুলবুল , বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার আমিনা।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার নেত্রীবৃন্দ , সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে বক্তাগণ হত্যারাধীদের দ্রুত বিচারে আইনের বিচার নিম্পত্তি করার দাবী জানান।