নরসিংদীর শিবপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৭১টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তেন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ গোস্বামী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, শিবপুর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে বশির আহমেদ বাবলু, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম বুলু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার।
সঞ্চালনা করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলার ৭১ টি পূজা মন্ডপে দশ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।