নরসিংদীর শিবপুরে প্রয়াত আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন খান অরুণ সৃতি সংসদের উদ্যোগে মিনি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ) রাত ৮ ঘটিকায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী উত্তর পাড়া মোল্লাবাড়ি মাঠে উক্ত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গড়বাড়ী তাজবিদুল কোরআন দাখিল মাদ্রাসার সভাপতি ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ এম এ আজিজ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গড়বাড়ী ফ্রেন্ডস্ ক্লাব এবং রানার্স আপ হয়েছে হাজী আব্দুল মান্নান একাদশ।