নরসিংদী ভেলানগর মানিক রোডে অবস্থিত সাপোর্ট ইয়ুথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
ও এস.এম শপ লি.এর কার্যলয়ে নরসিংদী বিজনেস গ্রুপে গেট টুগেদার অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ অক্টোবর) নরসিংদী বিজনেস গ্রুপের এডমিন শফিকুল ইসলামের পরিচালনায় সুমি আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্টান কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক পরিচালিত উদ্যেক্তা তৈরির নরসিংদীর প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম প্রশিক্ষণ সমন্বয়ক, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প জেলা প্রশিক্ষণ কেন্দ্র নরসিংদী।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম শপ লি.এর পরিচালক মো: মোখলেসুর রহমান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি ডিস্টিবিউটর, ব্যবসায়ী সানাউল করিম রনি।
এই সময় প্রধান অতিথি মো :তৌহিদুল ইসলাম বলেন, NBG আমার দেখা একটি অন্যতম গ্রুপ।যার মধ্যে আমি দেখেছি এক যাক উদ্যমী উদ্যেক্তা। অতি অল্প সময়ে ভালো প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে।যদি তাদের মধ্যে সততা,নিষ্টা, পরিশ্রম এর মাধ্যমে লেগে থাকতে পারে তাহলে নরসিংদী তরুণ উদ্যেক্তাদের আইকন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আশা করি।
তিনি দৃঢ় প্রত্যয় দেন এই বিজনেস গ্রুপ এর তরুণ উদ্যেক্তাদের পাশে সকল ধরনের সাহায্য সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
নরসিংদী বিজনেস গ্রুপের অনুষ্ঠানে নতুন ব্যবসায়ীদের মিলন মেলায় একে অপরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে।
? জহিরুল ইসলাম | নরসিংদী প্রতিদিন