নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরে এ উপলেক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সরকার, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের অফিস হবে মাল্টিপারপাস বহুতল ভবন। এখানে রাজনীতি চর্চার পাশাপাশি জ্ঞান–বিজ্ঞানের চর্চা হবে। জ্ঞান চর্চা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠবে এবং তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব গড়ে উঠবে। এছাড়াও তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষ যাদের ভোট ও সমর্থনে আওয়ামী লীগ আজ এ পর্যন্ত এসেছে তাদেরকে মূল্যায়ন করা হবে।