মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বেলাবতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুলালকান্দি বাজার থেকে মিছিল নিয়ে বারৈচা বাসষ্ট্যাণ্ডে বারৈচা জেনারেল হাসপাতালের সামনে কাফেলায়ে ইমাম মেহেদী (আঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলাব উপজেলার সাধারণ মুসুল্লি ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনসাধারণ এ বিক্ষোভে অংশ নেয়। এসময় ফ্রান্সের পতাকা পুড়িয়ে ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এসময় এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান।
বক্তব্য রাখেন, মাওলানা মুফতি মোঃআনোয়ার হোসেন চিশতী মোহতামিম জামিয়া আমালিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসা , মাওলানা মুফতি মোঃমকবুল হোসেইন খতিব রহিমের কান্দি জামে মসজিদ, মাওলানা মুফতি মোঃবায়েজিদ হোসেন,প্রতিষ্ঠাতা পরিচালক দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা,মাওলানা মুফতি মোঃওমর ফারুক ইমাম ও খতিব দুলালকান্দি বড় বাড়ি জামে মসজিদ, সংগঠনের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক, সহ-সভাপতি ডাঃ মোঃমোবারক হোসেন,সাধারণ সম্পাদক মোঃদারুল ইসলাম,সহ সংগঠন সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।