নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী আয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের মৃত মহাজ উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৬০)। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১১-৪২০৫) যাত্রীবাহী বাস শিবপুরের ঘাশিরদিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছোলে বামপাশের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোশাররফ হোসেন নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।