মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাধবদীতে কাঠাঁলিয়া ইউনিয়নের খড়িয়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে কাঠাঁলিয়া ইউনিয়ন একতা মানসেবা সংগঠনের উদ্যোগে এ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উদিয়মান তরুন,যুবক ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষুব্ধরা বিভিন্ন প্রতিবাদি স্লো-গান তুলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এসময় এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান।কাঠালিয়া একতা মানসেবা সংগঠন কর্মী বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
? ইমন ছিদ্দিকী | নরসিংদী প্রতিদিন