বঙ্গবন্ধু হত্যার পর অনেক ক্ষমতা লোভী নেতা খন্দকার মোশতাকের কাছে চলে গিয়েছিলো। কিন্তু জাতীয় চার নেতা বঙ্গন্ধুর সঙ্গে বেঈমানী করে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে তাঁরা ছিলেন আপোষহীন। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের যৌথ আয়োজনে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বর্তমান সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মো. নজরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আব্দুল ওয়াহিদ, বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান ইউসুফ, বীরমুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল অদুদ মিয়া প্রমুখ। পরে জেলা হত্যা দিবসের আলোচনাসভা পর্ব শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।