“বৃক্ষরোপণ হোক একটি সামাজিক আন্দোলন”এই প্রতিপাদ্য কে সামনে রেখে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে “বেলাব উপজেলাবাসী”গ্রুপের পক্ষ থেকে সমগ্র বেলাব উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ (৩ নভেম্বর) মঙ্গলবার সকালে বেলাব উপজেলা পরিষদের গাছ লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমশের জামান ভূঁইয়া(রিটন)।
এই সময় উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন(পলাশ), বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়া,পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইরফানুল হক ভূঁইয়া(জামান),বাজনাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মুখলেসুর রহমান, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান,”বেলাব উপজেলাবাসী”গ্রুপের এডমিন মডারেটর প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এডমিন মডারেটর প্যানেলের এক সদস্য জানান,আমরা পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসা প্রাঙ্গণেও বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত রাখবো। আশা করি ভবিষ্যৎ কার্যক্রমে আপনাদের এভাবেই পাশে পাবো। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগীতা কাম্য।