জাতীয় শ্রমীক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু’র রোগমুক্তি কামনা করে নরসিংদীর মাধবদীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে মাধবদীস্থ সাবেক রেল লাইন সংলগ্ন একটি মাঠে জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মো: আবুল কালাম আজাদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মো: রফিকুল ইসলাম ভূইয়া।
এতে জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানার শাখার আহ্বায়ক আনিছুর রহমান সোহেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন ভূইয়ায়র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,নরসিংদী শহর শ্রমীক লীগের সভাপতি পারভেজ খন্দকার অপু, মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সদস্য সচিব সুখ রঞ্জন মল্লিক, মাধবদী শহর কৃষকলীগের আহ্বায়ক মাইনউদ্দিন, মাধবদী শহর তাঁতীলীগের আহ্বায়ক শামস সুমন,মাধবদী শহর শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রিদওয়ান সরকার সহ দলীয় অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।