নরসিংদী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও স্বর্ণপদক প্রাপ্ত প্রয়াত মেয়র জনবন্ধু লোকমান হোসেন এর ৯নং শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল এ সেবা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম মোদক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু সহ ও সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল শাহ, নরসিংদী জেলা ও শহর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য জোটের সভাপতি, সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনিল চন্দ্র সাহা সহ হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ।