নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রয়াত মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ৯ম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নরসিংদী পৌর শহরে অবস্থিত “শিক্ষা চত্বরে এক আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া মহোদয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল।
নরসিংদী জেলা যুবলীগ সদস্য জায়েদ রিফাত ও যুবলীগ নেতা আল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল শাহা,জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মো: আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মো: রফিকুল ইসলাম ভূইয়া,নরসিংদী শহর শ্রমীক লীগের সভাপতি পারভেজ খন্দকার অপু সহ নরসিংদী শহরের ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।